লস এঞ্জেলেসে মেসি ও ইন্টার মায়ামিকে হোটেলে না ওঠার অনুরোধ!
লিওনেল মেসিকে স্বচক্ষে একবার দেখার জন্য কতজন কতকিছুই না করেন। সারাবিশ্বেই ছড়িয়ে আছে আর্জেন্টাইন কিংবদন্তির ভক্তরা।
কিন্তু এমন কি কখনো হয়েছে, মেসিকে নিজেদের সামনে দেখার সুযোগ পেয়েও উল্টো ফিরিয়ে দিচ্ছেন কেউ?
সত্যি সত্যিই তাই ঘটেছে। তবে তার পেছনে আছে বড় একটি কারণ। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে লস এঞ্জেলেসে গেছেন মেসি। সেখানে যে হোটেলে তাদের ওঠার কথা, সেই ফেয়ারমন্ট মিরামারের কর্মচারীরা বিক্ষোভ করছেন তাদের বেতন-ভাতা বাড়ানোর জন্য।
তাই মেসি এবং ইন্টার মায়ামিকে তারা অনুরোধ করেছেন, যেন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ফেয়ারমন্ট মিরামারে না ওঠেন। যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত ইন্টার মায়ামির পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।
যুক্তরাষ্ট্রের লিগে মেসি যোগ দেওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা সম্পর্কে আরো বেশি ধারণা পাওয়া যাচ্ছে। রবিবারের লিগ ম্যাচের টিকেটের দাম বেড়ে হয়েছে বহুগুণ। ৮৩৪ ডলার সর্বনিম্ন দাম, যার সর্বোচ্চ দাম ১৭ হাজার ডলার পর্যন্ত।