প্রথম রূপান্তরিত খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ম্যাকগাহি
বিশ্বের প্রথম রূপান্তরিত নারী হিসেবে ক্রিকেট খেলার সুযোগ পেতে যাচ্ছেন ড্যানিয়েলে ম্যাকগাহি। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।
আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আইসিসি জানিয়েছে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড রয়েছে, ম্যাকগাহি তা পূরণ করেছেন। বর্তমানে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল ও ক্রিকেটে রূপান্তরিত নারীরা মেয়েদের দলে খেলতে পারেন।
অ্যাথলেটিকস, সাঁতার, সাইক্লিং ও রাগবিতে মেয়েদের ইভেন্টে রূপান্তরিত নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ।
বিবিসির খবরে বলা হয়েছে, ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগে মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন তিনি।
কানাডায় যাওয়ার পর খেলেছেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন, যার মেডিক্যালি-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে।