দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
বাংলাদেশ ক্রিকেট দল এখন এশিয়া কাপ মিশনে। শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা সাকিব আল হাসানের দল পরের ম্যাচ খেলতে পাকিস্তান গেছে। টিকে থাকার লড়াইয়ে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। এই আসর শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
সর্বশেষ সফরের মতো এবারও বাংলাদেশে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসবে কিউইরা। শনিবার নিজেদের ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সফরে অধিনায়ক করা হয়েছে ফাস্ট বোলার লকি ফার্গুসনকে। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।
এই সিরিজ খেলে বাংলাদেশ থেকে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে নিউজিল্যান্ড। বিশ্ব আসরের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে শীর্ষ সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা। দলে নেই টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল কিউইরা।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলে রাখা হয়নি। পারিবারিক কারণে বাংলাদেশ সফরে আসবেন না মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। কিউইদের ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডিন ফক্সক্রফট। আগস্টে সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড দলে অভিষেক হয় তার। অভিষেকে ম্যাচে ১০ বলে ১০ রান করেন তিনি।
এশিয়া কাপ চলাকালীনই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল, এদিনই ঢাকা পৌঁছাবে তারা। ১০ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপ মিশনে যাবে দলটি। বিশ্বকাপের দুই-একদিন পরই টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে নিউজিল্যািন্ড। ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।