টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন লিটন
আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা শক্তিশালী পাকিস্তান।
ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি পাকিস্তানের লাহোরে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। হ্যামস্ট্রিং চোটের কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্ত, দেশে ফিরে এসেছেন তিনি। জ্বর থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়া লিটন কুমার দাস ফিরেছেন একাদশে। এবারের এশিয়া কাপে এটাই তার প্রথম ম্যাচ।
২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ লড়াইয়ে বাংলাদেশকে ৯৪ রানে হারায় পাকিস্তান। তবে বিশ্বকাপের ওই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি ম্যাচ জেতে বাংলাদেশ। এর মধ্যে একটি ২০১৮ এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাওয়া জয়।
এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ওটাই বাংলাদেশের একমাত্র সাফল্য। ওই আসরে ফাইনাল খেলে বাংলাদেশ। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ, হারতে হয়েছে বাকি ৩২ ম্যাচে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ: ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।