অবশেষে পদত্যাগ করেছেন স্পেন ফেডারেশনের সভাপতি রুবিয়ালেস
অবশেষে পদত্যাগ করেছেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। জেনি হেরমোসোকে দেওয়া চুমু'র পরই প্রতিবাদের ঝড় ওঠে তার বিরুদ্ধে।
গত ২০ আগস্ট ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় স্পেন। জয়ের আনন্দেই কিনা হেরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস।
মুহূর্তের মধেয় এই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি দুজনের চুম্বন দৃশ্যের সংবাদটি প্রকাশিত হয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও। তখন থেকেই বিতর্কের মুখে পড়েন রুবিয়ালেস।
পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও তিনি তখন সেটি করেননি। এরপর ধীরে ধীরে তা বিষয়টি আরো জটিল হতে থাকে। ফিফা থেকে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রুবিয়ালেস।
হেরমোসো নিজেও বারবার কথা বদলেছেন। শেষ পর্যন্ত রুবিয়ালেসের বিরুদ্ধে হেরমোসো শারীরিক নির্যাতনের মামলা করেন গত মঙ্গলবার।
এতসব চাপের মুখেই লুইস রুবিয়ালেস স্পেন ফেডারেশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন।