প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ১৫০ বছর পূর্তিতে খেলবে ইংল্যান্ড-স্কটল্যান্ড
ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। ১৮৭২ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দুই দেশ।
১৮৭২ সালের ৩০ নভেম্বর স্কটল্যান্ড এবং ইংল্যান্ড প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর পেরিয়ে গেছে ১৫০ বছর। ইতিহাসের প্রথম ম্যাচটির মতো ১৫০ বছর পূর্তির ম্যাচটির আয়োজকও স্কটল্যান্ড।
তবে ১৫০ বছর আগের ম্যাচটি কোনো ফুটবল মাঠে খেলা হয়নি। ম্যাচটি খেলতে হয়েছিল একটি ক্রিকেট মাঠে। হ্যামিল্টন ক্রিসেন্ট নামের ভেন্যুটি মূলত ওয়েস্ট অব স্কটল্যান্ড ক্রিকেট ক্লাবের ঘরের মাঠ ছিল।
সেই ম্যাচ খেলার জন্য ইংল্যান্ডের খেলোয়াড়েরা স্কটল্যান্ডে ট্রেনে চেপে স্কটল্যান্ডে গিয়েছিলেন। যাতে সময় লেগেছিল প্রায় সাড়ে ১২ ঘণ্টা। ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, সারে রাইফেলস ও ক্রিস্টাল প্যালেস থেকে।
ম্যাচটি সামনে রেখে ইংল্যান্ড বিশেষ এক ওয়ার্ম-আপ জার্সি পরবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। এই জার্সি মূলত সেই প্রথম ম্যাচ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো।
বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি সীমিত সংস্করণের এই জার্সির নকশা করেছে । এই জার্সিগুলো পরবর্তীতে নিলামে তোলা হবে এবং এই অর্থ যাবে এফএর আনুষ্ঠানিক সহযোগী আলজেইমার সোসাইটিতে। একইভাবে স্কটল্যান্ডের জার্সিতেও থাকবে ঐতিহ্যের ছোঁয়া।