শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
১৮ দিনের লড়াই শেষে পাওয়া গেছে সেরা দুই দল, লড়াই এবার শিরোপা জয়ের। এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে শ্রীলঙ্কার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ম্যাচটি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে।
এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্ব প্রমাণের আসরটিতে সবচেয়ে বেশি ৭ বারের চ্যাম্পিয়ন ভারত। তবে পাঁচ বছর ধরে এশিয়া কাপ জেতা হয় না তাদের। সর্বশেষ ২০১৮ সালের আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ছয়বার শিরোপা জিতেছে। লঙ্কানদের লড়াই এবার শিরোপা ঘরে তুলে ভারতকে ছোঁয়ার। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ২০ বারের সাক্ষাতে দুই দলই সমান ১০টি করে ম্যাচ জিতেছে।
বাংলাদেশের বিপক্ষে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিল ভারত, বিশ্রাম দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সদস্যদের। ফাইনালে সবাই ফিরেছেন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ একাদশে ফিরেছেন। চোটে ছিটকে যাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় সুযোগ মিলেছে ওয়াশিংটন সুন্দরের।
কোহলি, পান্ডিয়াদের জায়গা দিতে বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে খেলা সূর্যকুমার যাদব, তীলক ভার্মা, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও প্রসিদ কৃষ্ণ। শ্রীলঙ্কার একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন কাসুন রাজিথা এবং মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুসান হেমন্ত।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুসান হেমন্ত, মাথিসা পাথিরানা ও প্রমোদ মাদুসান।