এশিয়া কাপের প্রাইজমানি: চ্যাম্পিয়ন ভারতসহ কে পেল কত টাকা
১৯ দিনের মাঠের লড়াই শেষে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছে ভারত। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। শ্রেষ্ঠত্ব, শিরোপা তো আছেই, সঙ্গে পুরস্কার হিসেবে অর্থও যোগ হয়েছে। রানার্সআপ শ্রীলঙ্কাও পেয়েছে অর্থ পুরস্কার।
এশিয়া কাপের দুই ফাইনালিস্টের জন্য মোট প্রাইজমানি ছিল ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ও ম্যাচসেরার জন্য প্রাইজমানি ছিল। সব মিলিয়ে ফাইনালের প্রাইজমানি ছিল ২ লাখ ৪৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৬৮ লাখেরও বেশি।
চ্যাম্পিয়ন হওয়ায় বেশিরভাগ প্রাইজমানি গেছে ভারতের ঝুলিতে। অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতা দলটি পেয়েছে দেড় লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ৭৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকার বেশি। ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব পেয়েছেন ১৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ লাখ।
আগুনে বোলিংয়ে ৭ ওভারে ২১ রান খরচায় ৬ উইকেট নেন সিরাজ। ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা ও ভারতের পক্ষে চতুর্থ সেরা বোলিং করা ডানহাতি এই পেসার ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫ হাজার ডলার পান (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা)।
যদিও তিনি এই অর্থ নেননি। পাল্লেকেলে ও কলম্বোর মাঠকর্মীদের মাঝে নিজের পুরস্কারের অর্থ বিলিয়ে দেন তিনি। শ্রীলঙ্কার মাঠকর্মীরা আরও পুরস্কার পেয়েছেন। তাদেরকে ৫০ হাজার ডলার পুরস্কার দিয়েছে এসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেট।