মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কার দিচ্ছে এসিসি ও শ্রীলঙ্কা বোর্ড
এবারের এশিয়া কাপে একটি দৃশ্য খুব বেশিই দেখা গেছে, বৃষ্টি নামছে আর দৌড়ে মাঠ এবং পিচ ঢাকার জন্য ঢুকছেন কমলা জার্সি পরিহিত অসংখ্য মানুষ। যাদেরকে সবাই জানে মাঠকর্মী হিসেবে।
এই মাঠকর্মীদের জন্যই বৃষ্টির বাধা সত্ত্বেও এশিয়া কাপ আয়োজন সম্পন্ন করতে পেরেছে শ্রীলঙ্কা। সেই পর্দা নিয়ে দৌড়ানো নায়কদের পুরস্কার না দিলে হয়! তাই প্রায় শতাধিক মাঠকর্মীর জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এশিয়া কাপে শ্রীলঙ্কায় হওয়া প্রতিটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ এবং ফাইনালের জন্য ছিলো রিজার্ভ ডেও। তবে এর মধ্যেই খেলা চালিয়ে নেওয়ার পেছনে মাঠকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয়।
মাঠের বাইরে যারা মাঠকে খেলা সময়মতো গড়ানো এবং সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করেন, সেই মাঠকর্মীরাই থেকে যান অবহেলিত। তবে এবার এশিয়া কাপ কর্তৃপক্ষ নতুন এক উদাহরণই স্থাপন করে দেখাল।
এই ৫০ হাজার ডলার মাঠের রক্ষণাবেক্ষণে কাজ করা সকল কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হবে। এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যৌথভাবে অর্থ পুরস্কার দিচ্ছে।