এশিয়ান গেমসে শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ
এশিয়ান গেমসে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে লাল-সবুজেরা।
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মায়ানমারের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ফলে পরবর্তী পর্বে যাওয়া প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে হাভিয়ের কাবরেরার দলের জন্য।
জাতীয় দলের বেশ কজন খেলোয়াড়কে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে সমানে সমান লড়েছে বাংলাদেশ। এশিয়াডে ভারতের বিপক্ষে আগের তিন ম্যাচের সবই হেরেছে বাংলাদেশ। সেই ইতিহাসটা হাংঝু এশিয়ান গেমসে প্রায় পাল্টে যেতে বসেছিল।
৮০ মিনিট পর্যন্ত ভারতকে হতাশায় ডুবিয়ে ড্রয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছিল আগের ম্যাচে মিয়ানমারের কাছে হারা বাংলাদেশ। কিন্তু শেষ ১০ মিনিটে গোল খাওয়ার অভ্যাস আজও ভোগাল লাল-সবুজদের। পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর গোলে ভারতের কাছে বাংলাদেশ হারে ১-০ ব্যবধানে।
মিয়ানমার ও ভারতের কাছে হেরে এশিয়ান গেমসের দ্বিতীয় পর্বে খেলা এক প্রকার অসম্ভবই বাংলাদেশের জন্য। গ্রুপপর্বে তৃতীয় হওয়া সেরা চারটি দল খেলবে দ্বিতীয় পর্বে।
বাংলাদেশকে সেই সমীকরণে থাকতে হলে শেষ ম্যাচে হারাতে হবে স্বাগতিক চীনকে। যারা প্রথম ম্যাচে ভারতকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। এমন চীনের সঙ্গে জিততে হলে অসম্ভব কিছুই করে দেখাতে হবে হাভিয়ের কাবরেরার দলকে।