বিশ্বকাপ স্বপ্নে হাথুরুসিংহের সঙ্গে একমত নন শান্ত
২০২২ সালের ২৭ মার্চ, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসতে তখনও দেড় বছরের বেশি সময়। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। অধিনায়কত্ব পেয়ে তামিম ইকবাল জানান, বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে বিশ্বকাপে খেলতে যাবেন। বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের ভাষ্য, গত চার বছরে বাংলাদেশ কতোটা ভালো দল হয়ে উঠেছে, তা বিশ্বকাপে দেখানোর সময় হয়েছে।
বাংলাদেশ দলের আরও কয়েকজন ক্রিকেটারসহ অনেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলে এসেছেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্বে যিনি, সেই চান্দিকা হাথুরুসিংহে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেন, যারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন, তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে প্রধান কোচের এমন মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন তামিম। হাথুরুসিংহের মন্তব্যের সঙ্গে একমত হলেন না তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তও।
প্রধান কোচের মন্তব্য নিয়ে তামিম বলেন, 'আমিও কিছু কিছু মন্তব্য শুনে অবাক। আমি মনে করি অবশ্যই আমাদের বিশ্বকাপের স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন না থাকলে কীভাবে অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে যাইনি। ওদের বিশ্বাস ছিল বলেই চ্যাম্পিয়ন হয়েছে। যদি বিশ্বকাপ জয়ের স্বপ্ন না থাকে, তাহলে খেলার কোনো মানেই হয় না। এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, তাহলে কখন স্বপ্ন দেখব? এটা গ্যারান্টি না, কিন্তু স্বপ্ন থাকতে হবে।'
তামিমের মতো শান্তকেও সংবাদ সম্মেলনে প্রধান কোচের করা মন্তব্য সম্পর্কে জানানো হয়। প্রথমবারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিতে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান জানান, বিশ্বকাপ নিয়ে আগের মতো করেই স্বপ্ন দেখে আসছেন তারা। বিশ্বকাপে বাংলাদেশ কখনও যা করতে পারেনি, সেটাই করে দেখাতে চান তারা। শান্তর ভাষায়, 'আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনও সেই স্বপ্নই দেখছি।'
'আমাদের যারা খেলোয়াড়, যখন আমরা বিশ্বকাপ কোয়ালিফায়ারের খেলা শুরু করি, চেয়েছিলাম যেন টপ ফোরের মধ্যে শেষ করি। আমরা টপ থ্রিতে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো রেজাল্ট করব, যেটা কখনও করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। এখনও আমাদের ওই একই স্বপ্ন আছে।' যোগ করেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান।