বিশ্বকাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য প্রাথমিক দল দেয়নি বাংলাদেশ। একেবারে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। এর আগে অবশ্য অনেক নাটকীয়তা ছিল। শেষমেষ তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড দিতে হয় বিসিবিকে, কারণ বিশ্বকাপ দলে থাকতে চাননি তামিম। দল ঘোষণার পরদিন আজ ভারত গেল বাংলাদেশ দল।
ভাড়া করা বিমানে বিকাল চারটায় ঢাকা ছাড়েন বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বাংলাদেশ ইতোমধ্যে গুয়াহাটিতে পৌঁছে গেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।
গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতির পর বাংলাদেশের মূল লড়াই শুরু হবে ৭ অক্টোবর, ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে দারুণ কিছু করার আশা বাংলাদেশের। বিমান বন্দরে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, 'নিউজিল্যান্ড সিরিজটা খারাপ ছিল আমরা জানি। আমাদের অনেকে খেলেনি। নিউজিল্যান্ডের অনেকে খেলেনি। তবে বিশ্বকাপ একটা আলাদা মঞ্চ। আমরা সময় পাচ্ছি বিশ্বকাপের আগে। দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছি, নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। একটা স্বপ্ন আছে। সেটা বাস্তবায়ন করা খুব গুরুত্বপূর্ণ।'
স্বপ্ন বাস্তবায়নে দলের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে পা ফেলতে বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক. 'সেটার জন্য শুধু আমাদের খেলোয়াড়রা না, আমাদের সাপোর্ট স্টাফ; সবাইকে এক সুতোয় থাকতে হবে। যেটা হয়েছে, সেটা ঠিক করার কিছু নেই (তামিমের না থাকা)। সামনের দিনটা দেখতে হবে। আশা করি, ভালো হবে। আমি অনেক দিন পর দলের সঙ্গে যাচ্ছি। আমার যে কাজ আছে, তা ঠিকমতো করার চেষ্টা করব।'
আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ধর্মশালাতেই ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ।