সাকিবের ইনজুরি নিয়ে করা নানা মন্তব্যে চটেছেন মাশরাফি
বিশ্বকাপে খেলতে গত ২৭ সেপ্টেম্বর ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে তারা একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। সহজ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি সারা ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। তার অবর্তমানে অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলার সময় পায়ে চোট পান সাকিব, তার পা অনেকটা ফুলে গেছে। অধিনায়কের ইনজুরি নিয়ে বিসিবি কিছু না জানালেও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করেছে। এরপর থেকে সাকিবকে নিয়ে নানা রকম মন্তব্য করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
একজন ক্রিকেটারের চোট নিয়ে ক্রিকেট অনুসারীদের করা এমন মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের দৃষ্টিতে এসব মন্তব্য রীতিমতো অসুস্থতা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মাশরাফি।
ওয়ানডের সফলতম এই অধিনায়ক লিখেছেন, 'সাকিবের ইনজুরি ছিল, তাই আজ (গতকাল) খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।'
ক্রিকেট অনুসারীদের এমন সব মন্তব্যে অবাক মাশরাফি। এটাকে অসুস্থতা উল্লেখ করে তিনি লিখেছেন, 'এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এতো হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে!'
এমন সময়ে দলকে বিশ্বাস যোগানো উচিত জানিয়ে মাশরাফি তার পোস্টে আরও লিখেছেন, 'এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত, বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।'