গাঙ্গুলী-ভিভ রিচার্ডসদের ছাড়িয়ে মুশফিক
বয়স চলছে ৩৬, এখনও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং ভরসার নাম মুশফিকুর রহিম। এবারের বিশ্বকাপেও যাদের ওপর দলের বেশি প্রত্যাশা, তাদের মধ্যে একজন ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন।
আফগানিস্তানের বিপক্ষে না পারলেও পরের দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আর আজ ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক মাইলফলকে পৌঁছালেন মুশফিক, যেখানে তিনি পেছনে ফেলেছেন ভিভ রিচার্ডস, সৌরভ গাঙ্গুলি, মার্ক ওয়াদের মতো কিংবদন্তিদের।
এই বিশ্বকাপের আগে বিশ্ব আসরে সমান ২৯টি করে ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিক। এবার তামিম না থাকায় পেছনে পেড় গেছেন তিনি। সাকিব ও মুশফিক সমান তালে এগোচ্ছিলেন। চোটের কারণে ভারতের বিপক্ষে আজ সাকিব খেলতে না পারায় এগিয়ে গেছেন মুশফিক। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ ম্যাচ খেলা ক্রিকেটার এখন তিনি।
দেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলতে নামার দিনে নিজের ইনিংসের প্রথম ৪ রান দিয়ে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করেন মুশফিক। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক হাজারি ক্লাবে নিজের নাম তুললেন তিনি। ১ হাজার ২০১ রান নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের শীর্ষে সাকিব। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকের বিশ্বকাপ রান ছিল ১ হাজার ২৭।
এক হাজারি ক্লাবে নাম তোলার দিন মুশফিক ছাড়িয়ে গেছেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ব্যাটসম্যানদের। বিশ্বকাপে এক হাজার রানের মালিক ভিভ রিচার্ডস, সৌরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ, রস টেলররা এখন তার পেছনে। এবারের বিশ্বকাপে অন্তত আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ আছে মুশফিকের। ১১'শ রানের বেশি করলে অরবিন্দ ডি সিলভা, হার্শেল গিবস, স্টিফেন ফ্লেমিং, অ্যাডাম গিলক্রিস্ট, মাহেলা জয়াবর্ধনদের ছাড়িয়ে যাবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।