এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
ভারত ও নিউজিল্যান্ড; দারুণ ছন্দে থাকা দল দুটি বিশ্বকাপে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দুই দলই তাদের প্রথম চার ম্যাচে জয় পেয়েছে। সমান ৮ পয়েন্ট হলেও রান রেটে টেবিলে ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড, শীর্ষে আছে কিউইরা। প্রতিপক্ষকে শাসন করে আসতে থাকা এই দুই দল আজ মুখোমুখি হচ্ছে।
তাই দুই দলের আর সমান গতিতে এগিয়ে যাওয়া হবে না। আজকের ম্যাচে ফল এলে এগিয়ে যাবে এক দল। এগিয়ে যাওয়ার লড়াইয়ে টস ভাগ্য পক্ষে এসেছে ভারতের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ম্যাচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার খেলা হবে না, তা নিশ্চিতই ছিল। তার জায়গায় খেলছেন সূর্যকুমার যাদব। এ ছাড়া বাদ পড়েছেন শার্দুল ঠাকুর, একাদশে জায়গা হয়েছে আরেক পেসার মোহাম্মদ শামির। এবারের বিশ্বকাপে প্রথম সুযোগ পেলেন তিনি। নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি।
এর আগে বিশ্বকাপে আটবার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ভারত জিতেছে ৩ ম্যাচে, কিউইদের জয় ৫ ম্যাচে। সর্বশেষ সাক্ষাতে ২০১৯ বিশ্বকাপে ১৮ রানে হারে ভারত। তবে ওয়ানডের দ্বৈরথে এগিয়ে ভারত। ১১৬ ম্যাচে ভারতের জয় ৫৮ ম্যাচে, কিউইরা জিতেছে ৫০ ম্যাচ। ৭টি ম্যাচের ফল আসেনি, একটি ম্যাচ টাই হয়।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।