এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে ছেলেদের দল হতাশ করে যাচ্ছে। তবে মেয়েদের ক্রিকেটে আছে সুখবর। আজ এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেছিলেন ৫ উইকেটে। আজ জিতলেন ২০ রানে।
বাংলাদেশের দেওয়া ১২১ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে পাকিস্তানের মেয়েরা থামে সাত উইকেটে হারিয়ে ১০০ রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন বিসমা মারুফ।
ইরাম জাভেদ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। উম্মে-ই-এলাহি অপরাজিত ছিলেন ১৪ রানে। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।
বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করেন বাংলাদেশের মেয়েরা। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারালেও বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্কের রান। সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। ২০ রান করেছেন মুর্শিদা।
পাকিস্তানের হয়ে হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ডায়ানা বেগ।