ফিলিস্তিনকে সমর্থন করায় নিষিদ্ধ সেল্টিকের বিশেষ সমর্থকগোষ্ঠী
ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত দর্শক মাত্রই জানেন সেল্টিকের কথা। স্কটিশ এই ক্লাবটিই প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে জিতেছিল ইউরোপিয়ান কাপ, যা এখন চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত। সেল্টিকের ঘরের মাঠ সেল্টিক পার্কে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই যেন উৎসবের আবহ।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই আসরে যখনই ঘরের মাঠে কোনো ম্যাচ থাকে সেল্টিকের, ৬০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে থাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও এর ব্যতিক্রম ছিল না।
তবে সেল্টিক পার্ক এবার খবরের শিরোনাম হয়েছে ভিন্ন কারণে। চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সেল্টিক সমর্থকরা। পুরো গ্যালারি জুড়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তারা। বিশেষ করে সেল্টিকের উগ্র সমর্থকগোষ্ঠী নামে পরিচিত গ্রিন ব্রিগেড গ্রুপ ছিল এর মূলে।
তবে বিষয়টি ভালোভাবে নেয়নি সেল্টিক বোর্ড। কয়দিন আগে ঘরোয়া লিগের ম্যাচেও একই কাজ করেছিল গ্রিন ব্রিগেড। তাদের দাবি, সেদিন ইচ্ছে করে টেলিভিশনে তাদের পতাকা বহনের কোনো দৃশ্য দেখানো হয়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেই সুযোগ পায়নি টিভি চ্যানেলগুলো। কারণ প্রায় পুরো গ্যালারিজুড়েই ছিলো ফিলিস্তিনের পতাকা।
এই ম্যাচের আগে গ্রিন ব্রিগেড একটি অ্যাওয়ে ম্যাচেও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিল। যার কারণে সেল্টিক বোর্ড সব অ্যাওয়ে ম্যাচে নিষেধাজ্ঞা দেয় তাদের। এবার যা বর্ধিত করা হয়েছে ঘরের মাঠের সব ম্যাচেও।