শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে এগিয়ে নিউজিল্যান্ড
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে সেমি-ফাইনালের পথ অনেকটাই পরিস্কার করে নিলো নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে লঙ্কানদের পাঁচ উইকেটে হারিয়েছে কিউইরা। প্রায় ২৭ ওভার হাতে রেখেই ১৭২ রানের লক্ষ্য টপকে যায় কেন উইলিয়ামসনের দল।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান বিশাল বড় জয় না পেলে নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত। শেষ চারে উঠতে পারলে স্বাগতিক ভারতের মুখোমুখি হতে হবে ব্ল্যাক ক্যাপসদের।
শ্রীলঙ্কার দেওয়া ১৭২ রানের ছোট লক্ষ্য আরো সহজ করে তোলেন দুই কিউই ওপেনার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে। দুজনের ৮৬ রানের জুটি ভাঙে কনওয়ে ৪২ বলে নয় চারে ৪৫ করে আউট হলে। রবীন্দ্র করেন তিন চার ও তিন ছয়ে ৩৪ বলে ৪২ রান।
এরপর ডেরিল মিচেলের অপরাজিত ৩১ বলে ৪৩ রান কিউইদের জয় এনে দেয়। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নিয়েছেন ম্যাথুস। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট পাওয়া মাদুশাঙ্কা উইকেটশূন্য থাকেন।
এর আগে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান কিউই দলনেতা উইলিয়ামসন। এক কুশল পেরেরার ২৮ বলে ৫১ ছাড়া কেউই রানের দেখা পাননি। শেষদিকে ঠিকসেনার ৩৮ রান লঙ্কানদের ১৭১ রানের পুঁজি এনে দেয়। যা শেষ পর্যন্ত মামুলিই মনে হয়েছে কিউইদের কাছে।
নিউজিল্যান্ডের হয়ে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসন।