ডাচদের গুঁড়িয়ে নয়ে নয় অপ্রতিরোধ্য ভারতের
স্বাগতিক ভারতের বড় জয় দিয়ে শেষ হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে আগেই। নিয়মরক্ষার ম্যাচে বড় জয় পেয়েছে ভারত।
নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। গ্রুপ পর্বের নয় ম্যাচের সবকটিই জিতল ভারত। আত্মবিশ্বাস তুঙ্গে নিয়েই সেমি-ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মার দল।
বেঙ্গালুরুতে ভারতের ব্যাটিং ইনিংসের পরই ম্যাচে ফলাফল নির্ধারিত হয়ে গেছে বলা চলে। ৪১১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে জিততে হলে ডাচদের ভাঙতে হতো রেকর্ড। যা স্বাভাবিকভাবেই পারেনি তারা।
তবে একেবারে ভেঙেও পড়েনি ডাচরা। ২৫০ রানে অলআউট হয়েছে তারা। দুজন করেছেন চল্লিশের ওপর রান রান, দুজন করেছেন ত্রিশের বেশি। সর্বোচ্চ ৫৪ রান করেছেন নিদামানারু। ইঙ্গেলব্রেখট করেছেন ৮০ বলে ৪৫ রান, অ্যাকারম্যানের ব্যাট থেকে এসেছে ৩৫ রান, ওডড করেছেন ৩০ রান।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, জস্প্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। উইকেট পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাও।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করে নেদারল্যান্ডসকে ৪১১ রানের লক্ষ্য দেয় স্বাগতিক ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের ব্যাটসম্যানরা কচুকাটা করেছেন ডাচ বোলারদের৷
রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও তুলে নিয়েছেন সেঞ্চুরি। বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাহুল।
৬২ বলে সেঞ্চুরি করে এই বিশ্বকাপেই রোহিত শর্মার করা ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন রাহুল। পাঁচে নেমে আউট হওয়ার আগে ৬৪ বলে ১১ চার ও চার ছয়ে ১০২ রান করেছেন রাহুল। শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন ৯৪ বলে দশ চার ও পাঁচ ছয়ে ১২৮ রান করে। চতুর্থ উইকেটে রাহুল ও আইয়ার ২১ ওভারে গড়েছেন ২০৮ রানের জুটি।
ভারতের প্রথম তিন ব্যাটারই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। অধিনায়ক রোহিত শর্মা ৫৪ বলে করেছেন ৬১ রান, শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রান, বিরাট কোহলি করেছেন ৫৬ বলে ৫১ রান।
নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন বাস ডি লিডি। ১০ ওভারে ১০৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন লোগান ভ্যান বিক।