ডাচদের হারে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পেল বাংলাদেশ
বিশ্বকাপে ম্যাচ হারলো নেদারল্যান্ডস, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত হলো বাংলাদেশের। রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৬০ রানের বড় ব্যবধানে হেরেচে ডাচরা। তাদের হারে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি, দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেরা আটে থেকে গেছে বাংলাদেশ। এতে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট মিলে গেছে তাদের।
চরম হতাশার বিশ্বকাপ মিশনের শেষ দিকে লক্ষ্য বদলে যায় বাংলাদেশের। শেষ দুই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করার দৃষ্টি দেয় তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে ঠিক পথেই ছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারালেই মিলে যেত ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট।
কিন্তু অজিদের বিপক্ষে ৩০০ ছাড়ানো সংগ্রহ গড়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ, অপেক্ষায় থাকতে হয় তাদের। ভারত-নেদারল্যান্ডস ম্যাচে দৃষ্টি রাখতে হয় এবারের বিশ্বকাপে ৯ ম্যাচে ২টি জয় পাওয়া বাংলাদেশকে। ডাচদের হার কামনা করা ছাড়া কিছুই করার ছিল না তাদের। কারণ, কেবল নেদারল্যান্ডসের হারেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা মেলার সুযোগ ছিল বাংলাদেশের।
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ ছিল ডাচদেরও। এর জন্য দুর্বার ভারতকে হারাতে হতো তাদের, কিংবা ম্যাচটি পরিত্যক্ত হতে হতো। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দেখানো দলটির ৪ পয়েন্ট ছিল, যা বাংলাদেশের সমান। জিতলে ৬ পয়েন্টে সেরা আটে জায়গা হতো তাদের। পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট হতো নেদারল্যান্ডসের, যা বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে বেশি হতো। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পেত তারাই।
ম্যাচে বিগ্ন ঘটেনি, অনুষ্ঠিত হয় ভালোভাবেই। ব্যাটে-বলে শাসন করে গ্রুপ পর্বে ৯ ম্যাচের সব কটিতে জেতা ভারত। লোকেশ রাহুলের রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচে তিন অঙ্ক ছোঁন ম্যাচসেরা শ্রেয়াস আইয়ার। আগে হাফ সেঞ্চুরি করেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। তাদের ব্যাটে ৪ উইকেটে ৪১০ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিক ভারত। জবাবে বুমরাহ, সিরাজ, কুলদীপ ও জাদেজার বোলিং তোপে ৪৭.৫ ওভারে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।