'সবকিছু স্বপ্ন মনে হচ্ছে'
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। যেটি তার ৫০তম ওয়ানডে সেঞ্চুরি, সেঞ্চুরির হাফ সেঞ্চুরিতে রেকর্ড চূড়ায় জায়গা হলো ডানহাতি এই ব্যাটসম্যানের। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান ৫০টি সেঞ্চুরির করার কীর্তি গড়লেন 'কিং' কোহলি।
এতবড় কীর্তি গড়ার পর মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে এলেন এই ভারতীয় ব্যাটসম্যান। সেখানে জানালেন, সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে তার কাছে।
এই কীর্তি গড়ার মুহূর্ত গ্যালারিতে বসে দেখেছেন কোহলির স্ত্রী ও প্রিয়তমা আনুষ্কা শর্মা, ছিলেন যার রেকর্ড ভেঙেছেন সেই শচীন টেন্ডুলকারও। সবকিছু মিলিয়েই সময়টাকে স্বপ্নের মতো লাগছে কোহলির কাছে, 'শচীন আমাকে মাত্রই অভিনন্দন জানালেন। স্বপ্নের মতো লাগছে সবকিছু। সত্যি হওয়ার জন্য একটু বেশিই ভালো মুহূর্ত। আমাদের জন্য বড় ম্যাচ, সেখানে আমার যে ভূমিকা ছিলো সেটি পালন করতে পেরে খুশি।'
এরপর কোহলি বলেছেন, মনের ভেতর যদি কোনো নিখুঁত ছবি এঁকে থাকেন তবে সেটি আজকের দিনটিরই ছিল, 'আমি যাকে সবথেকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী, সে আজকে গ্যালারিতে আছে। শচীন, আমার নায়ক, তিনিও আছেন। ওয়ানখেড়েতে এত এত সমর্থকদের সামনে আমার এই অর্জন। মনের ভেতর আমার এমন একটি ছবিই আঁকা ছিল।'