ডেইলি স্টারকে হারিয়ে ওয়ালটন-ডিআরইউ কাপের কোয়ার্টার ফাইনালে টিবিএস
দ্য ডেইলি স্টারকে হারিয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ম্যাচটি টিবিএস জিতেছে মাত্র তিন রানের ব্যবধানে।
কষ্টার্জিত জয়ের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন। দ্বিতীয় রাউন্ডে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মানবজমিনকে হারানোর ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
ডেইলি স্টারের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে বিজনেস স্ট্যান্ডার্ড। অতিথি খেলোয়াড় ইমরান হোসেন দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। লক্ষ্য থেকে মাত্র তিন রান দূরে ৭৭ রানে থামে ডেইলি স্টারের ইনিংস।
৫৫টি মিডিয়া হাউজকে আটটি গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্ট শুরু হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।