টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ভালো যায়নি বাংলাদেশের, চরম হতাশার পারফরম্যান্সে ৯ ম্যাচে মাত্র ২টিতে জেতে তারা। বিশ্ব আসরের কদিন পরই টেস্টের লড়াইয়ে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হচ্ছে দল দুটি।
ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানের অবর্তমানে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
একাদশে জায়গা হয়েছে শাহাদাত হোসেন দিপুর। বাংলাদেশের ১০২তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হচ্ছে তার। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না সাকিবের। একই কারণে দলে নেই তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। খেলছেন না তামিম ইকবাল ও লিটন কুমার দাসও।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন দিপু।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), ও এজাজ প্যাটেল।