ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ যুবাদের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসর আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার সদস্যপদে স্থগিতাদেশ দেওয়ায় দেশটি থেকে যুবাদের বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। এই সিদ্ধান্তের ২০ দিন পর যুব বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলো। আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুবাদের বিশ্বকাপ লড়াই।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্লুমফন্টেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ। একইদিনে পচেফস্ট্রুমে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনে শুরুতেই তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
একই ভেন্যুতে পরের দুই ম্যাচ খেলবে ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 'এ' গ্রুপে থাকা দলটির পরের দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ম্যাচ দুটি যথাক্রমে অনুষ্ঠিত হবে ২২ ও ২৬ জানুয়ারি। বেনোনিতে ৬ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই সেমি-ফাইনাল। এই মাঠেই ১১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে লড়বে। যুবাদের আসরটি এবার নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকেট। এখানেও হবে গ্রুপ পর্বে খেলা। 'এ' ও 'ডি' গ্রুপের তিনটি করে এবং 'বি' ও 'সি' গ্রুপের তিনটি করে দল নিয়ে করা হবে আলাদা দুইটি গ্রুপ। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে সেমি-ফাইনাল খেলবে।
প্রাথমিক গ্রুপ পর্ব থেকে বাদ পড়া চার দল একটি করে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাবে। 'এ' গ্রুপে আছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে লড়বে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। 'সি' গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 'ডি' গ্রুপে আছে নিউজিল্যান্ড, নেপাল, আফগানিস্তান ও পাকিস্তান।