ফিফা দ্য বেস্টের দৌড়ে মেসি-এমবাপ্পে-হলান্ড
ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। তিনজনের তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তির অন্য দুই প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড।
ফিফা দ্য বেস্ট সর্বশেষবারও জিতেছেন মেসি। ২০১৯ সালে পুরস্কারটি প্রথমবার জিতেছিলেন তিনি। এবারও তার জেতার সম্ভাবনা প্রবল।
মেসি জিতলে প্রথম খেলোয়াড় হিসেবে ফিফা দ্য বেস্ট তিনবার জেতার রেকর্ড গড়বেন। ক্রিশ্চিয়ানো রোনালদোও এই পুরস্কারটি দুবার জিতেছেন। ২০২২ কাতার বিশ্বকাপ জয় মেসিকেই এগিয়ে রেখেছে তার বাকি দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে।
অপরদিকে আর্লিং হলান্ড দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন তার ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে। জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে নিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন।
তবে বিশ্বকাপ জেতা মেসিই জিতবেন বলে ধারণা করা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে এবারের ফিফা দ্য বেস্ট বিজয়ীর নাম।