টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই ব্যাটিংয়ে হারিস রউফ!
অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট হওয়ার পর থেকেই যেন ব্যাটসম্যানরা সচেতন হয়ে গেছেন এই ব্যাপারে। আর কেউ বোলারের বল না খেলেই সাজঘরে ফিরতে চান না!
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দেখা গেল মজার এক কাণ্ড। টাইমড আউট হওয়ার ভয়ে প্যাড না পরেই ব্যাট করতে নেমে গেলেন হারিস রউফ!
পাকিস্তানি পেসারের অবশ্য খুব একটা দোষ নেই। তিনি হয়তো ভাবেননি যে তাকে এই ম্যাচে ব্যাট করতে নামতে হবে। তাই প্রস্তুতও ছিলেন না সেভাবে।
কিন্তু তার দল মেলবোর্ন স্টার্স ইনিংসেত শেষ চার বলে চার উইকেট হারায়। ১৯তম ওভারে স্টার্সের রান ছিল ছয় উইকেট হারিয়ে ১৭২ রান, হারিস তখন বোলিংয়ে নামার প্রস্তুতিই নিচ্ছিলেন। কিন্তু পরপর তিন বলে তিন উইকেট তুলে নেয় সিডনি থান্ডার্স।
শেষ বল খেলার জন্য রউফ তাড়াহুড়ো করে ক্রিজে আসেন, তার পায়ে ছিল না কোনো প্যাড, এমনকি গ্লাভস আর হেলমেট পরতেও হিমশিম খাচ্ছিলেন মেলবোর্নের পেসার। রউফের ভাগ্য ভালোই বলতে হবে, তাকে কোনো বল খেলতে হয়নি। স্ট্রাইক প্রান্তে থাকা লিয়াম ডসন শেষ বলে বোল্ড আউট হয়ে যান।