২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতিতে গত কয়েকদিন ধরে অনুশীলন শুরু আসছে দলগুলো। টুর্নামেন্ট শুরুর চারদিন আগে প্রকাশ করা হলো টিকেটের মূল্য তালিকা, সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএলের ম্যাচ।
রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে টিকেটের মূল্য ও টিকেট প্রাপ্তির স্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠের বাইরের বুথে পাওয়া যাবে টিকেট।
টিকেট বিক্রি শুরু হবে ১৬ জানুয়ারি। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। এ ছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বুথ থেকে টিকেট কেনা যাবে।
এবারের বিপিএলে মিরপুর স্টেডিয়ামে সর্বোচ্চ টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে আড়াই হাজার টাকা খরচা করতে হবে দর্শকদের। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার ৫০০ টাকা।
ক্লাব হাউজে খেলা দেখতে খরচা করতে হবে ৮০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের মূল্য ৪০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য সবচেয়ে কম, ২০০ টাকায় এই গ্যালারিতে খেলা দেখা যাবে।
চট্টগ্রাম ও সিলেটেও বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই ভেন্যুর টিকেটের মূল্য পরে জানাবে বিসিবি। আগের আসরের মতো এবারও সাতটি ফ্র্যাঞ্চাইজি বিপিএলে লড়বে। দলগুলো হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা।