নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনকে সবধরনের ক্রিকেট দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। যার মধ্যে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা।
আরব আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন নাসির। গত সেপ্টেম্বরে আইসিসির দুর্নীতি দমন বিভাগের আনা অভিযোগে নাসিরকে এই শাস্তি দেওয়া হয়েছে। দীর্ঘ তদন্তের পর নাসির তিনটি অভিযোগ স্বীকার করেছেন।
২০২১ সালে আবুধাবিতে টি-টেন লিগের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও সেটি শেষ পর্যন্ত ব্যহত হয়—এমনটিই জানিয়েছিল আইসিসি। নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়দের মধ্যে একমাত্র নাসিরই ছিলেন সেই আটজনের মধ্যে। সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাসির তদন্তকারী দুর্নীতি দমন কর্মকর্তার কাছে তাকে দেওয়া একটি উপহারের রশিদ হাজির করতে ব্যর্থ হন। উপহারটি ছিল একটি নতুন আইফোন ১২, যার দাম ৭৫০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ হাজার টাকা।
উপহার পাওয়া সেই নতুন আইফোন ১২ দিয়ে দুর্নীতির কাজে জড়িত হতে যে আমন্ত্রণ পেয়েছিলেন, সেটির বিস্তারিত বর্ণনা আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তার কাছে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন নাসির। এতে দুর্নীতি দমন ধারার ২.৪. ৬ অনুচ্ছেদের লঙ্ঘন হয়েছে, যেখানে তিনি বাধ্যতামূলক যুক্তি প্রদর্শন ব্যতিত অভিযুক্ত বিষয়ে দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা প্রত্যাখ্যান করেছেন।