রুদ্ধশ্বাস ম্যাচে ফোর্ডের বীরত্বে বরিশালকে হারাল কুমিল্লা
এবারের বিপিএলের সেরা ম্যাচ উপহার দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বরিশালকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।
শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে মাত্র এক বল হাতে রেখে জিতেছে কুমিল্লা। শেষ ওভারে জিততে বর্তমান চ্যাম্পিয়নদের প্রয়োজন ছিল ১৩ রান। খালেদ আহমেদের ওভার থেকে পাঁচ বল খেলে সেই রান তুলে নেন ম্যাথু ফোর্ডে। জাকের আলীও বড় ভূমিকা রেখেছেন কুমিল্লার জয়ে।
বরিশালের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লা। ২৬ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা। ৫৬ রানের সময় ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাসও। অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস একপ্রান্ত আগলে রেখে খেলে যান। ৪১ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫২ রান করে যখন এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হন, তখনও ২১ বলে ৪৬ রান দরকার ছিল কুমিল্লার।
এরপর খুশদিল শাহ'র সাত বলে ১৪ রান ও জাকের আলির ২০ বলে ২৩ রান জয়ের জন্য প্রয়োজনীয় রানের ব্যবধান কমিয়ে আনে। শেষ ওভারে কুমিল্লাকে জিততে হলে করতে হতো ১৩ রান। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বল তুলে খালেদ আহমেদের হাতে। এই পেসারের করা পাঁচ বলেই ১৩ রান তুলে নেনে ম্যাথিউ ফোর্ডে। বরিশালের হয়ে দুনিথ ভেল্লালাগে ২৬ রান তিন উইকেট নিলেও তা দলের কাজে আসেনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। সর্বোচ্চ ৬২ রান করেন মুশফিকুর রহিম, ৪৪ বলের ইনিংসে ছয়টি চার ও দুটি ছয় মারেন তিনি। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪২ রান, চারটি চার ও দুটি ছয় মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
কুমিল্লার পক্ষে ৩২ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, দুটি করে উইকেট গেছে রোস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ডের পকেটে।