যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিলেন পন্টিং
গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জনটা, রিকি পন্টিং যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। সেই গুঞ্জন সত্যি হলো শেষ পর্যন্ত। মেজর লিগ ক্রিকেটের দল ওয়াশিংটন ফ্রিডমের কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
ওয়াশিংটন ফ্রিডমের কোচের দায়িত্ব নেওয়া পন্টিং বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও আছেন। এর আগে ক্রিকেটের মুম্বাই ইন্ডিয়ানস ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্বও পালন করেছেন। পন্টিংয়ের নেতৃত্বেই ২০০৩,২০০৭ দুই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
গত বছর থেকে শুরু হওয়া এমএলসিতে ওয়াশিংটন ফ্রিডমের কোচ ছিলেন গ্রেগ শিপার্ড। এই শিপার্ড আবার পন্টিংয়ের দীর্ঘদিনের পরামর্শক। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের দায়িত্ব আরও ভালোভাবে পালন করার জন্যই মূলত দায়িত্ব ছেড়েছেন শিপার্ড।
তার জায়গায় আসা পন্টিংয়ের কাজ শুরু হবে ২০২৪ এমএলসি থেকে। ওয়াশিংটন ফ্রিডমের দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে পন্টিং বলেন, '২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং মেজর লিগ ক্রিকেটে যুক্ত হতে মুখিয়ে আছি। ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেককে দেখে আমি মুগ্ধ।'