ভারতের হয়ে যে কীর্তিতে বুমরাহই প্রথম
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক নাম্বারে উঠে এসেছেন ৩০ বছর বয়সী এই পেসার। সেইসঙ্গে গড়েছেন এক ইতিহাস, প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক নাম্বারে উঠেছেন বুমরাহ।
সবমিলিয়ে চতুর্থ ভারতীয় হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বুমরাহ। তবে ভারতীয় পেসারদের মধ্যে বুমরাহই প্রথম। আগের তিনজনই ছিলেন স্পিনার।
বিষেন সিং বেদি, রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, বুমরাহর আগে এই তিনজন ভারতীয় স্পিনার টেস্টের এক নাম্বার বোলার হয়েছেন। বুমরাহ অবশ্য অশ্বিনকেই এক নাম্বার স্থান থেকে নামিয়েছেন, ভারতীয় অফ স্পিনার নেমে গেছেন তিনে। মাঝে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার কাগিসো রাবাদা।
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। তার বোলিং নৈপুন্যে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা এনেছে স্বাগতিক ভারত।