কানাডার হয়ে খেলার কথা ভেবেছিলেন বুমরাহ
ভারতের বোলিং আক্রমণের অলিখিত নেতা তিনি। যে ফরম্যাটই হোক, জস্প্রিত বুমরাহেক ছাড়া ভারতের বোলিং লাইনআপ চিন্তাও করা দুষ্কর। দুর্দান্ত বোলিং স্কিল দিয়ে ৩০ বছর বয়সী পেসার নিজের জায়গাটা সেভাবেই করে নিয়েছেন।
অথচ এই বুমরাহই কিনা চিন্তায় ছিলেন কানাডা পাড়ি জমানোর! কারণ, ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়ে সন্দিহান ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় এই পেসার নিজেই জানিয়েছেন তার এই অতীতের কথা।
২০১৬ সালে ভারতের হয়ে অভিষেক হয় বুমরাহর। এর তিন বছর আগে তাকে কিনে নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এর আগে অন্য সবার মতো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করছিলেন বুমরাহ।
ক্রিকেট ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে না পারেন তাহলে কী করবেন, সেই চিন্তা পেয়ে বসেছিল তাকে। তখনই কানাডায় পাড়ি জমানোর কথা ভাবা শুরু করেছিলেন বুমরাহ। ভারতের জিও সিনেমা নামের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে বুমরাহর সাক্ষাৎকার নিয়েছেন তার উপস্থাপক স্ত্রী সঞ্জনা গনেশন। সেখানেই এই বিষয়ে জানিয়েছেন ৩০ বছর বয়সী পেসার।
'ক্রিকেট খেলে বড় হতে কে না চায়? ভারতের প্রতিটি রাস্তাতেই অন্তত ২৫ জন খেলোয়াড় আছে, যাদের স্বপ্ন ভারতের হয়ে খেলা। সেজন্য আপনাকে বিকল্পও ভাবতে হবে। কানাডায় আমাদের আত্মীয় থাকে। আমি ভাবতাম পড়াশোনা শেষ করে সেখানে চলে যাবো। পুরো পরিবার নিয়েই যাওয়ার পরিকল্পনা ছিল শুরুতে, কিন্তু ভিন্ন সংস্কৃতির দেশে মা যেতে চাননি।'
ক্রিকেট ক্যারিয়ারে সফল হওয়া শুরু করাতেই যে সেটি হয়নি, বুমরাহ বললেন সেটিও, 'আমি খুব ভাগ্যবান যে সবকিছু ঠিকঠাক ভাবে এগিয়েছে। নইলে হয়তো আমি কানাডা দলে খেলার চেষ্টা করতাম, পাশাপাশি অন্য কিছুও হয়তো করতাম। ভালো লাগছে যে আমি ভারত দল ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছি।'