‘হংকংয়ের জনগণ মেসিকে ঘৃণা করে’
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান, এর মধ্যেই নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন লিওনেল মেসি! হংকংয়ের মানুষের কাছে অন্তত এমনটাই মনে হচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তিকে। বিশ্বকাপজয়ী মহাতারকাকে স্বচক্ষে খেলতে দেখার তীব্র বাসনা যে পূরণ হয়নি হংকংবাসির।
হংকংয়ে মেসি না খেললেও দুদিন পর জাপানে ঠিকই খেলতে নেমেছেন। আর এতে আরও ক্ষেপেছে হংকং সরকার। মেসির না খেলার পেছনে রাজনৈতিক ইশারাও দেখছে তারা। তবে মেসির ক্লাব ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে, তবে তাতে খুব একটা লাভ হয়নি।
হংকং সরকারের উপদেষ্টা রেগিনা আইপি ক্ষোভ ঝেড়েছেন এই বিষয়ে, তিনি ইঙ্গিত দিয়েছেন, মেসির না খেলার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে, 'হংকংকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার জন্য আমাদের জনগণ মেসি, ইন্টার মায়ামির পাশাপাশি তাদের পেছনের কালো হাতকেও ঘৃণা করে।' আইপি নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট দিয়েছেন।
সমর্থকরা টিকেটের টাকা ফেরত দাবি করছেন, সেই ম্যাচের টিকেটের সর্বনিম্ন দাম ছিল ৫০০ ডলার অর্থাৎ প্রায় ৫৫ হাজার টাকা। ম্যাচের আয়োজক টেটলার এশিয়া অর্ধেক টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে।
লিওনেল মেসিও আবার হংকং ভ্রমণ করার আশবাদ ব্যক্ত করেছেন। তবে রেগিনা আইপি মনে করেন, আর্জেন্টাইন মহাতারকাকে কখনোই হংকংয়ে আসতে দেওয়া উচিত নয়।