তামিমের ব্যাটে ঢাকার দুর্দশা বাড়িয়ে বরিশালের পঞ্চম জয়
বিপিএলে নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের দুর্দান্ত ইনিংসে দুরন্ত ঢাকাকে ২৭ রানের ব্যবধানে হারিয়েছে তারা। নক-আউট পর্বে ওঠার দৌড়ে এই জয় বরিশালের জন্য প্রয়োজনীয়ই ছিল।
বিপিএলে ঢাকার দুর্দশা আরও বাড়িয়েছে বরিশাল। আগেই টানা হারের রেকর্ড গড়া ঢাকা এই নিয়ে পরপর নয় ম্যাচ হারল এবারের বিপিএলে।
আগে ব্যাট করে তামিম ইকবালের অসাধারণ ব্যাটিংয়ে ছয় উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে বরিশাল। জবাবে আট উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে ঢাকা। এক এলেক্স রস একাই টেনেছেন ঢাকার ইনিংস।
এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ৪৯ বলের ৮৯ রানের ইনিংসের পরও ঢাকা জয়ের কাছে যেতে পারেনি। পাঁচ চার ও সাত ছয় মেরেছেন রস। বরিশালের সাইফুদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাট করা বরিশালের ইনিংস রাঙিয়েছেন তামিম ইকবাল। ৪৫ বলে সাত চার ও চার ছয়ে এই ওপেনার করেছেন ৭১ রান। চট্টগ্রামের ছেলে তামিম চট্টগ্রামেই খেলেছেন এই অসাধারণ ইনিংসটি। এছাড়া শেষদিকে মাত্র ৬ বলে দুটি করে চার ও ছয়ে ২৩ রান করেছেন সাইফুদ্দিন।
নয় ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উঠে এসেছে বরিশাল। দশ ম্যাচে নয় হারে দুই পয়েন্ট নিয়ে সবার নিচে ঢাকা।