তামিমের বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে সাকিবদের রংপুর
টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে তামিমের বরিশালকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সাকিবের রংপুর। বরিশালের দেওয়া ১৫২ রানের লক্ষ্য মাত্র তিন বল ও এক উইকেট হাতে রেখে টপকে গেছে রংপুর। এই জয়ে সাকিবদের পয়েন্ট দাঁড়িয়েছে ১১ ম্যাচে ১৮, পয়েন্টের ব্যবধানে তাদেরকে টপকানোর সুযোগ কেই অন্য কোনো দলের। অপরদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে আছে বরিশাল, প্লে-অফ খেলার সুযোগ এখনও আছে তাদের সামনে।
রংপুরের হয়ে বল হাতে চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই এই বাঁহাতি পেসার শিকার করেছেন পাঁচ উইকেট। সাকিব আল হাসান এই ম্যাচে একটি উইকেটই নিয়েছেন, সেটি তামিম ইকবালের।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বরিশাল। জবাবে মাত্র তিন বল হাতে রেখে এক উইকেটে জেতে রংপুর। শেষদিকে সাকিবরা দ্রুত কয়েকটি উইকেট হারানোয় জমে ওঠে ম্যাচ। তবে সব শঙ্কা দূরে ঠেলে রংপুরকে জয় এনে দেন হাসান মাহমুদ, ২০তম ওভারের তৃতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন এই পেসার।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৫ রান এসেছে ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে, ১৫ বলে ২৯ রান করেছেন সাকিব আল হাসান। এছাড়া নিশামের ব্যাট থেকে এসেছে ২৮ রান। বরিশালের ম্যাকয় ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বরিশালকে দারুণ শুরু এনে দেন তামিম। বেশ সাবলীল খেলতে থাকা এই বাঁহাতি ওপেনারকে নিজের করা প্রথম বলেই ফেরান সাকিব আল হাসান। ২০ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৩ রান করে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। এরপর কাইল মেয়ার্স ২৭ বলে ৪৬ করলেও আর কেউ ভালো ইনিংস খেলতে পারেননি।
রংপুরের আবু হায়দার রনি নিজের প্রথম ওভারে তিন উইকেট নিয়ে বরিশালের ইনিংসে ধ্বস নামান। শেষ পর্যন্ত মাত্র ১২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। দুই উইকেট নিয়ে রনিকে সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ।