চার বছরের জন্য নিষিদ্ধ পগবা
ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। আজ খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
গত সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন পগবা। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরন উচ্চমাত্রায় পাওয়া গেছিল।
গত ২০ আগস্ট এ চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল। গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর এই ফরাসি মিডফিল্ডারকে চার বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)।
সেটির ভিত্তিতেই বিশ্বকাপজয়ী এই তারকাকে শাস্তি প্রদান করা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞার খবরে পগবা নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্তে তিনি 'বিস্মিত ও ব্যথিত'। এক বিবৃতিতে এই ফরাসি মিডফিল্ডার বলেন, 'আমি আমার ক্যারিয়ারে যা যা অর্জন করেছি তার সবকিছু কেড়ে নেওয়া হলো।'
পগবাকে দেওয়া এই শাস্তি বহাল থাকলে কার্যত শীর্ষ সারির ফুটবলে তার ক্যারিয়ার শেষ বলাই চলে। কদিন পরই ৩১ পূর্ণ হতে চলা এই জুভেন্টাস মিডফিল্ডার যখন শাস্তির মেয়াদ পূর্ণ করবেন তখন তার বয়স দাঁড়াবে ৩৫।