বিপিএল ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা
প্রায় দেড় মাসের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর একটি ম্যাচ শেষেই জানা যাবে, বিপিএলে পুরনো শাসন চললো নাকি নতুন চ্যাম্পিয়ন পাওয়া গেল। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির দশম আসরের সেই ম্যাচে আজ মুখোমুখি লিটন কুমার দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জয়ে শুরুটা ভালো হলো বরিশাল অধিনায়ক তামিম ইকবালের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। রেকর্ড ৬৪টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে বিপিএলের ফাইনাল। এর আগে কখনও একসঙ্গে এতো জায়গায় বিপিএলের কোনো ম্যাচ দেখানো হয়নি।
বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, ফাইনালে কখনই হারেনি তারা। এবার টানা তৃতীয় শিরোপা জেতার হাতছানি সফলতম দলটির সামনে। প্রথম শিরোপার আশায় থাকা বরিশাল এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে। ২০২২-এর আসরে ফাইনালে কুমিল্লার বিপক্ষেই হার মানে তারা। সেই হিসেবে কুমিল্লার বিপক্ষে ম্যাচটি আজ বরিশালের জন্য প্রতিশোধের মিশনও। এবারের আসরে লিগ পর্বে নিজেদের মধ্যে দুইবারের সাক্ষাতে দুই দলই একবার করে জিতেছে।
প্রথম ম্যাচে হারলেও দুর্বার গতিতে প্লেঅফে জায়গা করে নেয় কুমিল্লা। লিগ পর্বের ১২ ম্যাচের আটটিতে জিতে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এখানে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে কুমিল্লা। বরিশালের শুরু ছিল আরও হতাশার, চার ম্যাচের তিনটিতে জেতে তারা। এরপর ঘুরে দাঁড়ানো দলটি সাত ম্যাচ জিতে প্লেঅফে ওঠে। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানো বরিশাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, সুনীল নারাইন, মঈন আলী, জনসন চার্লস, আন্দ্রে রাসেল ও মুস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মেয়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।