পগবার নিষেধাজ্ঞায় ফুটবলের ক্ষতি, বলছেন জুভেন্টাস কোচ
ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্টাসের ফরাসি মিড ফিল্ডার পল পগবা। তার এই নিষেধাজ্ঞা ফুটবলের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তার মতে, অসাধারণ এক প্রতিভাকে হারিয়ে ফেললো ফুটবল দুনিয়া।
টেস্টোস্টেরোন সেবনের দায়ে ইতালির এন্টি ডোপিং ট্রাইবুন্যাল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। ৩০ বছর বয়সে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পাওয়ায় ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গেছে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই মিড ফিল্ডারের। নিষেধাজ্ঞা থেকে ফিরতে ফিরতে তার বয়স হয়ে যাবে ৩৪। অনেকেরই ধারণা, আর ফুটবলে ফেরা হবে না তার।
জুভেন্টাস কোচ আলেগ্রি সেটা ভেবেই হয়তো বলেছেন, 'এটা অবশ্যই ফুটবলের জন্য একটি হতাশাজনক খবর। আমরা একজন অসাধারণ খেলোয়াড়কে হারিয়ে ফেললাম। তার (পগবা) সাথে কাজ করতে পারা, তাকে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের। তার মতো খেলোয়াড় পাওয়া অনেক কঠিন। মানুষ হিসেবেও সে চমৎকার।'
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফেরার পর তুরিনের জায়ান্টদের হয়ে খুব কমই মাঠে নামতে পেরেছেন পগবা। ইনজুরি ও ডোপিংয়ের দায়ে প্রাথমিক নিষেধাজ্ঞায় সেভাবে খেলাই হয়নি তার। এবারের মৌসুমে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন পগবা। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপও খেলা হয়নি তার।
মৌসুমের শুরুতে জুভেন্টাসের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে খেলার সুযোগ পান পগবা। এর পরপরই অক্টোবরে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হন তিনি। দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলাফলও পজিটিভ আসায় চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় তারকা এই ফুটবলারকে।
নিষেধাজ্ঞার বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে (সিএএস) আপিলের সিদ্ধান্ত নিয়েছেন পগবা। তার এজেন্টের বক্তব্য, মৌসুমের শুরুতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন গ্রহণ করেন পগবা।