কথা রাখতে ব্যর্থ রোনালদো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে আল-নাসেরের বিদায়
কথা রাখতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, আল-নাসেরকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠাতে ব্যর্থ হয়েছেন সিআর সেভেন। আরব আমিরাতের ক্লাব আল-আইনের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল-নাসের।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আল-আইনের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল আল-নাসের। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসের সমর্থকদের দলের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। কিন্তু দলকে পরবর্তী পর্বে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন পর্তুগিজ মহাতারকা।
যদিও ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। নির্ধারিত সময়ের খেলা পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ফলাফল ছিল আল-নাসেরের পক্ষে। তবে ৪-৩ গোলে জিতলেও প্রথম লেগ ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৪-৪। সেখান থেকে ম্যাচ যায় টাইব্রেকারে।
আল-নাসেরের তিনজন মিস করেছেন পেনাল্টি শট। তাদের একমাত্র গোলটি এসেছে রোনালদোর পা থেকেই। ম্যাচেও আল-নাসেরের চতুর্থ গোলটিও সিআর সেভেনই করেছেন পেনাল্টি থেকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ায় চলতি মৌসুমে বড় কোনো শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেয়েছে আল-নাসের। সৌদি প্রো লিগেও শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর বাকি আছে ১১টি ম্যাচ। এর মধ্যে রোনালদোদের জন্য শিরোপা জেতা বেশ কঠিনই হবে।