নারী অধিকার ইস্যুতে আফগানদের সঙ্গে আবারও সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার
আফগানিস্তানের বিপক্ষে আবারও সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। আফগানদের বিপক্ষে অজিদের সিরিজ বাতিল করার ঘটনা যেন নিয়মিতই হয়ে উঠছে। এবার দুই দলের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অজিদের। আগস্টে সেই সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। আফগানিস্তানের হোম সিরিজ হিসেবে সম্ভাব্য ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সিএ এই সিরিজ বাতিলের কারণ হিসেবে জানিয়েছে, আফগানিস্তানে নারীদের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত।
এক বিবৃতিতে সিএ বলেছে, 'গত ১২ মাসে সিএ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে, আফগানিস্তানে নারীদের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি।'
নারীদের অধিকারের বিষয়ে নিজেদের শক্ত অবস্থানের কথাও জানিয়েছে সিএ, 'ক্রিকেটে বিশ্বব্যাপী নারীদের অংশগ্রহণ নিয়ে সিএ প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব দ্বিপক্ষীয় সিরিজ ভবিষ্যতে আবার কীভাবে আয়োজন করা যায় সেটি নিয়ে।'
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল নেই। ২০২১ সালে সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় আসার পর সেদেশের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের দুই বারের সিরিজ বাতিলের কারণও এটাই।
সেই সিরিজ দুটির একটি হলো ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট। এরপর ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে মার্চে হওয়ার কথা ছিল আফগানিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুটির কোনোটিই শেষপর্যন্ত অনুষ্ঠিত হয়নি।