সিরিজ জিতে মুশফিকের হেলমেট সেলিব্রেশন, শ্রীলঙ্কার টাইমআউটের জবাব!
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাথে মুখোমুখি ম্যাচে ঠিক সময়ে মাঠে না আসায় 'টাইমড আউট' হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও তার রেশ দেখা যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজে।
সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানোর পরে ট্রফি নেওয়ার সময় হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম।
ওয়ানডে সিরিজের ঠিক আগে, বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন অভিষ্কা ফার্নান্দোকে আউট করার পর শরিফুল ইসলাম তাঁর কব্জিতে একটি কাল্পনিক ঘড়ির দিকে ইঙ্গিত করে উইকেটটি উদযাপন করেছিলেন। এর পর আবার শ্রীলঙ্কার প্লেয়াররা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ছবি তোলার সময়ে তাঁদের কব্জিতে একটি কাল্পনিক ঘড়ি দেখিয়ে উদযাপন করেন।
তারপর ওয়ানডে সিরিজ জিতে হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ট্রফি তুলে দেওয়ার সময় মুশফিকুর এসে অপেক্ষা করার কথা বলেন। তারপর তিনি নিজের হেলমেট নিয়ে এসে তার স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছে বলে সকলকে দেখান। এমন কী অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান মুশফিকুর। শান্তও নাটক করে দেখান, কিছুই করার নেই তার। কৌতুকের ছলেই হেলমেট নিয়ে সেলিব্রেশন করেন মুশফিকুর।
ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজ দেরি করে ক্রিজে আসায় টাইমড-আউটের আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার সময় দেখে ম্যাথিউজকে আউট ঘোষণা করেন। যে আউট নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ম্যাথিউজের হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছিল। তিনি সেটা আম্পায়ারকে দেখান। কিন্তু ততক্ষণে বাংলাদেশ দলের আবেদনে আউট হয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে ম্যাথিউজ বিশ্বকাপের সেই ম্যাচে সাকিবকে আউট করার পর নিজের ঘড়ি দেখিয়ে উদযাপন করেছিলেন।
সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ২৩৬ রান তাড়া করতে নেমে ম্যাচের ৪০তম ওভারের দ্বিতীয় বলেই বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে যায়। সোমবার চট্টগ্রামে মুশফিকের ৩৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস সহ তানজিদ তামিম এবং রিশাদ হোসেনের ব্যাটিং দক্ষতায় স্বাগতিকরা চট্টগ্রামে ২-১ ব্যবধানে সিরিজে জয় লাভ করে।