সেই পুরোনো রোগ, শেষ মুহূর্তের গোলে ফিলিস্তিনের কাছে বাংলাদেশের হার
সেই পুরোনো রোগ, শেষ মুহূর্তে গোল খাওয়ার চিরকালীন অভ্যাস আরেকবার হতাশায় ডোবালো বাংলাদেশকে। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ৯৪ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে হাভিয়ের কাবরেরার দল।
পাঁচদিন আগেই এই ফিলিস্তিনের কাছে পাঁচ গোল হজম করেছিলেন জামাল ভূঁইয়ারা। আজ বসুন্ধরার কিংস এরেনায় নিজেদের চেয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটিকে প্রায় আটকেই দিয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু হৃদয় ভেঙেছে ম্যাচের যোগ করা সময়ে।
কুয়েতে যে একাদশ নিয়ে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই একাদশে আজ দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েন ইসা ফয়সাল, তার জায়গায় দলে আসেন সেন্টার-ব্যাক শাকিল হোসেন। আর জুনিয়র সোহেল রানার জায়গায় আসেন সিনিয়র সোহেল রানা। অপরদিকে ফিলিস্তিন একাদশে পরিবর্তন ছিল তিনটি।
বাংলাদেশ অবশ্য ম্যাচে গোল খেতে পারতো আগেই। গোলরক্ষক মিতুল মারমার অসাধারণ সব সেইভে ফিলিস্তিন বঞ্চিত হয়েছে কয়েকবার। বাংলাদেশও এদিন কয়েকটি আধা সুযোগ তৈরি করেছে। তবে কাজে লাগাতে পারেনি সেগুলোর কোনোটিই।
পুরো সময়ে ফিলিস্তিনকে যেনতেনভাবে আটকে রাখলেও যোগ করা সময়ে আর পারেনি বাংলাদেশ। মূল গোলরক্ষক মিতুল ৮৪ মিনিটে চোট পেয়ে উঠে যান। বদলি নামা গোলরক্ষক শ্রাবণ ঠেকাতে পারেননি তারমানিনির গোলের খুব কাছ থেকে করা ঠান্ডা মাথার ফিনিশিং। এই গোলেই হৃদয় ভাঙে বাংলাদেশের। শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে একটি পয়েন্ট পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি।