প্রথমবারের মতো অলিম্পিকে দেওয়া হবে অর্থ পুরস্কার
ইতিহাস গড়তে যাচ্ছে ২০২৪ এর প্যারিস অলিম্পিক। এবারই প্রথমবারের মতো অ্যাথলেটদের প্রাইজমানি দিতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন। ১৮৯৬ সালে শুরু হওয়া অলিম্পিকে এর আগে কখনো ক্রীড়াবিদদের পুরস্কার হিসেবে প্রাইজমানি দেওয়া হয়নি।
বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৪৮টি ইভেন্টের সোনাজয়ী অ্যাথলেটদের প্রত্যেককে ৫০ হাজার ডলার করে দেওয়া হবে। যা প্রতিযোগিতাটির ইতিহাস পরিবর্তন করতে চলেছে।
অলিম্পিক গেমসকে ঐতিহ্যগতভাবেই অপেশাদার প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই অলিম্পিকে প্রাচীন বা আধুনিককালের কোনো সময়েই পদকজয়ীরা অর্থ পুরস্কার পান না। বিশ্ব অ্যাথলেটিকসে ফেডারেশন এবার অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে অলিম্পিক গেমসে বড় রকমের পরিবর্তনই আনতে চলেছে।
পুরস্কারের জন্য মোট ২৪ লাখ ডলার খরচ হবে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের। এই অর্থের জোগান আসবে প্রতি চার বছরে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনকে দেওয়া আইওসির অনুদান থেকে। রিলেতে পুরো দল মিলে পাবে ৫০ হাজার ডলার, যা অ্যাথলেটরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন।
যদিও রুপা বা ব্রোঞ্জ জেতা অ্যাথলেটদের এবার কোনো অর্থ পুরস্কার দেওয়া হবে না। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে তাদেরও অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব অ্যাথেলেটিকস ফেডারেশন।