চলতি বছর শেষে অবসরের সিদ্ধান্ত ব্রাজিল কিংবদন্তি মার্তার
পুরুষ ফুটবলে যেমন লিওনেল মেসি,নারী ফুটবলে তেমনই মার্তা। নারী ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশিবার ফিফা বর্ষসেরার পুরস্কার জেতার রেকর্ড এই ব্রাজিলিয়ানেরই। সেই মার্তাই এবার জানালেন, বিদায়বেলা ঘনিয়ে এসেছে।
চলতি বছর শেষেই ফুটবলকে বিদায় জানাবেন মার্তা। ব্রাজিলের হয়ে ২০০২ সালে ক্যারিয়ার শুরু করা মার্তা ১৭৫ ম্যাচে করেছেন ১১৬ গোল।
২২ বছর ধরে ব্রাজিলের হয়ে খেলছেন মার্তা। নিজের বিদায়ের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেছেন, 'এটাই আমার শেষ বছর এবং আমি তা এখনই নিশ্চিত করতে পারি। আমি নিজের এই সিদ্ধান্ত নিয়ে খুবই শান্ত আছি। কারণ, তরুণ খেলোয়াড়দের উঠে আসার ব্যাপারে আমি দারুণ আশাবাদী।'
ব্রাজিলের হয়ে ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনাল খেললেও কখনও শিরোপা জেতা হয়নি তার। তবে ব্যক্তিগতভাবে ছয়বার ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন মার্তা। এ ছাড়া নারী–পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডেরই।
তবে অবসর নেওয়ার আগে শেষবার অলিম্পিকে খেলতে চান মার্তা। এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে রৌপ্য পদক জিতলেও স্বর্ণের দেখা মেলেনি। প্যারিসে সেই আক্ষেপ ঘুচিয়েই ক্যারিয়ারের ইতি টানতে চাইবেন নারী ফুটবলের এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।