টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তামিমের অভিষেক
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের। এর আগে ১৫টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলা হয় নি এই বাঁহাতি ওপেনারের।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশঃ
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।