দুই দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা অলরাউন্ডার নেই ডাচ দলে
রুলফ ফন ডার মারউই- নেদারল্যান্ডসের অভিজ্ঞ অলরাউন্ডার। যিনি দক্ষিণ আফ্রিকার হয়েও ১৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। দুই দেশের হয়ে খেলেছেন পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মারউই। এমন একজনকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে নেদারল্যান্ডসকে। এ ছাড়াও দলে নেই আরেক অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান।
আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে মারউই-অ্যাকারম্যানের না থাকার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইংলিশ কাউন্টি ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় এ দুজনকে দলে বিবেচনা করা হয়নি।
বিশ্বকাপ ও কাউন্টি টুর্নামেন্ট প্রায় এক সময়ে শুরু হবে, এ কারণেই ডাচদের বিশ্বকাপ মিশনে যুক্ত হতে পারছেন না মারউই ও অ্যাকারম্যান। বিশ্বকাপ শুরু হবে আগামী ১ জুন। এর আগেই ৩০ মে মাঠে গড়াবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট। তাই জাতীয় ও কাউন্টি ক্লাবের মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে হয়েছে মারউই-অ্যাকারম্যানকে।
বাস ডে লেডে ও ফ্রেড ক্লাসেনও কাউন্টিতে নিয়মিত খেলেন। কিন্তু বিশ্বকাপের কারণে তাদের ক্লাব তাদের ছেড়ে দেবে। ডাচদের বিশ্বকাপ দলে নতুন মুখ ড্যানিয়েল ডোরাম। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বাঁহাতি এই স্পিনার কোনো স্বীকৃত টি-টোয়েন্টি না খেললেও তাকে বিবেচনা করা হয়েছে। নেপাল সফরে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল তাকে।
চোটের কারণে দলে নেই ব্র্যান্ডন গ্লভার ও টিম ফন ডার গুগটেন। গত বিশ্বকাপে খেলা শারিজ আহমাদ, টম কুপার, স্টেফান মাইবার্গও নেই দলে। এবারও ডাচদের নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। এবারের বিশ্বকাপে 'ডি' গ্রুপে আছে নেদারল্যান্ডস। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেপাল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে লড়বে ডাচরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), আরিয়ান দত্ত, বাস ডে লেডে, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ফন মেকেরেন, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেশট, তেজা নিদামানুরু, টিম প্রিংলে, বিক্রম সিং, ভিভিয়ান কিংমা ও ওয়েসলি বারেসি।
ভ্রমণ রিজার্ভ: কাইল ক্লেইন