এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ব্যবধান কমাল বাংলাদেশ
মেলবোর্নে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর আজ দ্বিতীয় লেগে বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল হারের ব্যবধান কমানোর। বসুন্ধরা কিংস অ্যারেনায় এবার ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
কিংস অ্যারেনাতে আজ বাংলাদেশকে বেশ চাপে রাখে অস্ট্রেলিয়া। বাংলাদেশ তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ৭৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবরাবর অস্ট্রেলিয়া নেয় চার শট।
অন্যদিকে বাংলাদেশ বল দখলে রেখেছে ২৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি স্বাগতিকেরা। উল্টো একটা আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডান বস আট মিনিটে ড্রিবলিং করে বাংলাদেশের রক্ষণভাগে ঢুকে পড়েন। শেষ পর্যন্ত তা স্বাগতিকদের রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়।
১০ মিনিটে পাল্টা আক্রমণে রাকিব হোসেন গোলের সম্ভাবনা তৈরি করলেও অ্যাটাকিং থার্ডে সেই আক্রমণ থেমে যায়। এরপর ৩০ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়ে যায় অস্ট্রেলিয়া। এই গোলটি সকারুরা পেয়েছে ভাগ্যের সহায়তায়।
বাংলাদেশের গোল লক্ষ্য করে শট নেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার আজদিন রুস্টিক। বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী হাসান বল ক্লিয়ার করতে গেলেও তা নিজেদের জালে জড়িয়ে যায়। এরপর ৬২ মিনিটে অজিদের হয়ে ইয়েস্টি দ্বিতীয় গোল করলে তাদের ম্যাচ জয় নিশ্চিত হয়।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ এখন পর্যন্ত 'আই' গ্রুপের তলানিতে রয়েছে। পাঁচ ম্যাচ খেলে তারা হেরেছে চারটিতে। অপরদিকে সবগুলো ম্যাচ জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।