বড় হারে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় বাংলাদেশের
বড় হার দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত এক হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ রাঙিয়েছেন লেবানন অধিনায়ক হাসান মাতুক, অন্য গোলটি এসেছে নাদের মাতারের পা থেকে।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি ড্র করতে পেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে নিয়ে গড়া এই কঠিন গ্রুপ থেকে উতরানোর কথা এমনিতেও ছিল না হাভিয়ের কাবরেরার দলের। বাছাইপর্বের শেষটা হলো বরং হতাশায়। বড় হারে দিয়ে শেষ করে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের চূড়ান্ত পর্বের অংশ আর হতে পারছেন না জামাল-রাকিবরা।
এই ম্যাচে রক্ষণের ভুল করাশুরু কিক অফের পরপরই। তৃতীয় মিনিটে বড় রকমের এক ভুলের মূল্য বাংলাদেশ দিল পেনাল্টি থেকে গোল হজম করে। অখেলোয়াড়সুলভ আচরণ করে বসেন বাংলাদেশ ডিফেন্ডার শাকিল হোসেন।
কর্নারের পর বল দখলের লড়াইয়ে শাকিলের জার্সি পেছন থেকে টেনে ধরেন লেবাননের ডিফেন্ডার জিহাদ আইয়ুব। মেজাজ হারিয়ে শাকিল প্রতিপক্ষের আরেক খেলোয়াড়ের মুখে আঘাত করে দেখেন হলুদ কার্ড। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের ও দলের প্রথম গোলটি করেন মাতুক।
বাংলাদেশ এরপর একটি ভালো সুযোগ তৈরি করেছিল। ডান দিক থেকে অধিনায়ক জামালের পাসে রাকিব হোসেন বক্সে ঢুকে শট নেন, যা এক হাতে ঠেকান লেবানন গোলরক্ষক। ফিরতি শট নিতে মোরসালিন ও ইসা ফয়সাল এগিয়ে আসছিলেন, কিন্তু তারা বলের নাগাল পাওয়ার আগেই ক্লিয়ার করে লেবানন।
বাংলাদেশের রক্ষণকে চেপে ধরে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে লেবানন। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি শাকিল ও তপু বর্মন। দুজনের মাঝে নাদের মাতার বলের নিয়ন্ত্রণ নেন, এরপর নিখুঁত শটে বল জালে জড়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করে লেবানন। নিজের দ্বিতীয় গোলটি করেন হাসান মাতুক। এরপর তিনি হ্যাটট্রিকও পেয়ে যান ৬০ মিনিটে। এরপর মাতুককে তুলে নেন লেবানন কোচ। সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই মিডফিল্ডার।
ম্যাচের এরপর আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশের হারের ব্যবধানটাও আর বাড়েনি। গত সাফ চ্যাম্পিয়নশিপের পর এ নিয়ে তৃতীয়বার লেবাননের মুখোমুখি হলো বাংলাদেশ। বেঙ্গালুরুতে সাফে ২-০ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। গত নভেম্বরে কিংস অ্যারেনায় বাছাইপর্বের প্রথম লেগে ড্র করে বাংলাদেশ। তবে এবার স্বাদ পেতে হলো বড় ব্যবধানে হারের।