নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে ছন্দেই ফিরেছিল কোণঠাসা অবস্থায় থাকা বাংলাদেশ। জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন করায় দলের ক্রিকেটারদের শারীরিক ভাষাতেও আসে পরিবর্তন। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব কাছে গিয়েও হেরে যায় বাংলাদেশ। সেই হতাশা ঝেরে ফেলে আবার মাঠে নামছে দলটি, তৃতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
সুপার এইটের রেসে এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। দুই দলই দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে। আজকের জয়ে পথ সহজ হবে শেষ আটের। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসই হয় সাড়ে ৮টায়, ম্যাচ শুরু হবে ৮টা ৪৫ মিনিটে।
আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। শরিফুল ইসলাম ফিট হয়ে উঠলেও এই ম্যাচে তাকে বিবেচনা করা হয়নি। ভরসা রাখা হয়েছে তানজিম হাসান সাকিবের ওপরই। নেদারল্যান্ডস তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডে লেডে, লোগান ফন বিক, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন ও ভিভিয়ান কিংমা।