নেপালের বিপক্ষে কোণঠাসা বাংলাদেশ
নেপালের দুর্বার বোলিংয়ের বিপক্ষে দিশা হারিয়ে ফেলা বাংলাদেশ একটার পর একটা উইকেট হারিয়ে অলআউট হয়ে যাওয়ার পথে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ রান করেছেন সাকিব আল হাসান। ১৬ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৫ রান। উইকেটে আছেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।
মাহমুদউল্লাহর বিদায়ে আরও চাপে বাংলাদেশ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন দিশাহারা। এমন সময়ে হাল ধরে কিছুটা চাপ কাটিয়ে তোলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বাংলাদেশের সুখের সময় বেশিক্ষণ টিকলো না। সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন ১৩ বলে ১৩ রান করা মাহমুদউল্লাহ।
১০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। সাকিব ১৫ ও জাকের আলী অনিক ৪ রানে ব্যাটিং করছেন।
নেপালের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের লড়াই দেখার পরও সংশয়ে পড়েনি বাংলাদেশ। জয়ের দৃষ্টি রেখে সুপার এইটের টিকেট কাটতে মাঠে নামে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু বাংলাদেশকেও কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে দারুণ লড়েও প্রোটিয়াদের বিপক্ষে ১ রানে হেরে যাওয়া নেপাল।
৩০ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে বসেছে ৪ উইকেট। দুর্দান্ত বোলিং করা সমপাল কামি ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন তানজিদ হাসান তামিমকে। এরপর একে একে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে কোণঠাসা করে ফেলার কারিগর সমপাল ৩ ওভারে মাত্র ১০ রানে ২টি উইকেট নিয়েছেন। পাওয়ার প্লেতে ৩১ রান তোলা বাংলাদেশ ৭ ওভার শেষে ৪ উইকেটে ৩৮ রান তুলেছে। সাকিব আল হাসান ৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৬ রানে ব্যাটিং করছেন।